শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইলের ভাওয়ালিয়া এলাকায়, কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে রাঙ্গু মিয়া (৫৫) এবং মো. হাসান (২৯) সহ ৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
প্রশাসন সূত্র জানায়, উপজেলার যন্ত্রাইল এলাকার ভাওয়ালিয়া এলাকায় কৃষি জমি থেকে প্রশাসনের চোখ দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি বিক্রি করছে এমন গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।
এসময় ওই এলাকায় অবস্থিত জেট ব্রিকের ম্যানেজার রাঙ্গু ও হাসান নামে দুজনকে আটক করা হয় এছাড়া মাটি পরিবহনে ব্যবহার করা মাহেন্দ্র ও ভেকুর মালিক দুজনকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে রাঙ্গু ও হাসানের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। ভেকুর মালিককে ৫০ হাজার টাকা অর্থদ- করাসহ মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়।
নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আঃ হালিম বলেন, কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রি করা হয় এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা এবং সাঁজা হিসেবে অর্থদ-সহ কারাদ- দেওয়া হয় তাদের