বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা ফটকে দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এতে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন খান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. শাহাদাত হোসেন, এনজিও প্রতিনিধি মো. শহীদুল ইসলাম প্রমুখ।