বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে অভিবাসীদের সুরক্ষায় স্থানীয় সরকারের ভূমিকা “সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:: সুরক্ষা ও সম্মান চাইÑ দেশ গড়তে বিদেশ যাই, এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকার নবাবগঞ্জে অভিবাসীদের সুরক্ষায় স্থানীয় সরকারের ভূমিকা এবং সমস্যা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

সভায় আলোচকরা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অপরিসীম। কিন্তু বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় এবং কর্মস্থলে নানা প্রতারণা, হয়রানি ও অধিকার বঞ্চনায় শিকার হন। সভায় বিষয়গুলো তুলে ধরে পাশাপাশি সমাধানের করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক নিরাপদ অভিবাসনের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা প্রবীর দত্ত। মূল আলোচক ছিলেন জনশক্তি রপ্তানী ব্যুরোর মো. ওয়াজেদ আলী, জেলা কর্মকর্তা রোমা পারভীন, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জুয়েল, আনিকা ইয়াসমিন প্রমূখ। পরে প্রতারিত অভিবাসীদের সফলতার গল্পের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এদিকে প্রবাসী অধ্যুসিত নবাবগঞ্জ উপজেলার অভিবাসীদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে কমিটি করার উদ্যোগ নেয়া হয়। যা উপজেলা প্রশাসন তদারকি করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com