বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

নতুন অ্যাপ ‘থ্রেডস’ এর যাত্রা শুরু

তথ্য-প্রযুক্তি ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন অ্যাপ ‘থ্রেডস’। ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার নতুন অ্যাপটি অ্যাপল স্টোর এবং গুগলের প্লে স্টোর থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) থেকেই ডাউনলোড করা যাচ্ছে।

মেটার ইনস্টাগ্রামভিত্তিক এই নতুন অ্যাপটিকে ‘টুইটার কিলার’ হিসেবে অভিহিত করেছেন অনেকে। তাদের মতে, টুইটার সাম্প্রতিক সময়ে তাদের অ্যাপে যেসব পরিবর্তন এনেছে, সেগুলো নিয়ে অনেক ব্যবহারকারীই ত্যক্ত-বিরক্ত। যেহেতু থ্রেডসের ফিচারগুলো অনেকটা টুইটারের মতোই। তাই তারা টুইটার ছেড়ে থ্রেডসের দিকে ঝুঁকতে পারেন।

থ্রেডস অবশ্য তৈরিও করা হয়েছে টুইটারের সঙ্গে টক্কর দিতেই।

মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গও বলেছেন, টুইটারকে পরাস্ত করতেই বাজারে নতুন অ্যাপটি নিয়ে এসেছেন তারা।

থ্রেডস ব্যবহারকারীরা পাঁচশরও বেশি শব্দ ব্যবহার করে পোস্ট করতে পারবেন, এছাড়া টুইটারের অনেক ফিচারের সঙ্গে এটির মিল আছে।

একটি পোস্টে জাকারবার্গ বলেছেন, নতুন এই প্ল্যাটফর্মটির ‘বন্ধুসুলভ রাখার বিষয়টি এটির সফলতার মূল চাবিকাঠি হবে।’

টুইটারের মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইতোমধ্যে মেটার থ্রেডস নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ব্যথা লুকানো ইনস্টাগ্রামের মিথ্যা সুখে যুক্ত হওয়ার চেয়ে, টুইটারে অপরিচিতদের দ্বারা আক্রমণের শিকার হওয়াও ভালো।’

জাকারবার্গকে যখন জিজ্ঞেস করা হয়- থ্রেডস কী টুইটার থেকেও বড় হবে? এর জবাবে তিনি বলেছেন, ‘এটি সময় নেবে। কিন্তু আমি মনে করি ১০০ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ একটি কথোপকথন অ্যাপস থাকা উচিত। সুযোগ থাকা সত্ত্বেও টুইটার এটি করতে পারেনি। তবে আশা করি আমরা পারব।’

এদিকে মেটার এ নতুন অ্যাপটি বিশ্বের ১০০টিরও বেশি দেশের মানুষ ব্যবহার করতে পারছেন। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এটির যাত্রা এখনো শুরু হয়নি।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com