বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলে বজ্রপাতে মিঠুন বিশ্বাস ওরফে মিঠু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক বজ্রপাতে আরো দুজন নারী আহত হয়েছে। আহতদেরকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিঠুন সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রাামের আমিনুর বিশ্বাসের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রচন্ড বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় মিঠু তাদের বাড়ির পাশে জমি থেকে গরুর জন্য ঘাস কাটছিলো। বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মিঠুকে দ্রুত নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দুজন নারী নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন- চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮) ও পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত দু’জনই আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।