বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

নড়াইলে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে আ’লীগকর্মীকে রগ কেটে ও কুপিয়ে হত্যা, আটক দুই

নড়াইলে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে আ’লীগকর্মীকে রগ কেটে ও কুপিয়ে হত্যা, আটক দুই

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক আ’লীগকর্মীকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের চাচাতো ভাই ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামের শহীদ এখলাছ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হামিদপুর ইউনিয়নের বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরই জের ধরে বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা প্রতিপক্ষ কুলশুর গ্রামের বাসিন্দা ও কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে হামলা করে। তখন তার চাচাতো ভাই জিল্লুর রহমান সরদার ঠেকাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগকাটাসহ এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com