বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পরিবার জানায়, আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ (২২ মাস) এবং শিমুলের ছোট ভাই রিয়াজ শেখের ছেলে রিহান (২১ মাস) বুধবার সকালে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। শিশু দু’টিকে খোঁজাখুজির একপর্যায়ে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
শিশু দু’টির দাদা শফি শেখ বলেন, সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হয়েছি। এরপর প্রতিবেশির মাধ্যমে জানতে পারি, আমার দুই দাদুভাই আর নেই।