বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

ধরলায় ভেসে এলো অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ

ধরলায় ভেসে এলো অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে ধরলা নদীতে ভেসে উঠা অজ্ঞাত(৪০) এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) বাদল চন্দ্র জানান, স্থানীয় কয়েকজন দিনমুজুর কাজ করতে গিয়ে ধরলা নদীতে ভেসে উঠা এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে সদর থানা পুলিশ বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে ওই লাশ উদ্ধার করে। লাশটির মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় ওই লাশের পরিচয় সনাক্ত করতে পারছে না স্থানীয়রা। লাশের পড়নে রয়েছে ব্লু রঙয়ে হাফপ্যান্ট ও টিশার্ট।

লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি তদন্ত বাদল চন্দ্র।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com