বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২২ অপরাহ্ন

ধরলায় ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ বুড়িমারী স্থলবন্দর দিয়ে হস্তান্তর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে ভারত থেকে ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

‎মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানান পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার।

‎উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী খুটাডাঙ্গা এলাকায় ধরলা নদী সংলগ্ন একটি খাল থেকে শঙ্খ দ্বীপ ঘোষ (৮) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ মরদেহের পরিচয় জানার জন্য ভারতের কাছে বার্তা পাঠায়। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, মরদেহটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সুস্হিরহাটের বিশ্ব দ্বীপ ঘোষের ছেলে শঙ্খ দ্বীপ ঘোষ। কারণ হিসেবে জানা যায়, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় এই শিশুটি।

‎মরদেহ হস্তান্তরের সময় ভারতের ময়নাগুড়ি থানার ইনচার্জ সুবাল ঘোষ, শঙ্খ দ্বীপ ঘোষের বাবা বিশ্ব দ্বীপ ঘোষ, পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলামসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com