বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান । তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া দ্য গ্রিন ম্যানরা । শুক্রবার (৩০ আগস্ট) মুখোমুখি হবে দল দুটি ।
এর আগে, ঢাকঢোল পিটিয়ে দুদিন আগে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান । কিন্তু এবার এতোটা সাহস দেখাল না স্বাগতিকরা । ঘুরে দাঁড়ানোর মিশনে ১২ জনের দল ঘোষণা করেছে দ্য গ্রিন ম্যানরা ।
পিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল পাকিস্তান । একই সময়ে দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলাম বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে ব্যস্ত ছিলেন । এবার দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন আবরার আহমেদ ।
এদিকে প্রথম টেস্ট চলাকালেই বাবা হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি । দ্বিতীয় টেস্টে তার খেলার কথা ছিল না । পরিস্থিতি বিবেচনায় তাকে বাদ দিয়ে দল সাজিয়েছে স্বাগতিকরা ।
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা ।