বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

দৌলতপুর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি এমপি রেজা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

দৌলতপুর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি এমপি রেজা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

ফরিদ আহম্মেদ, দৌলতপুর প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দৌলতপুর কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাড. নুরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা (চেয়ার প্রতীক) সর্বোচ্চ ৯২৫ ভোট পেয়ে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. সুরাইয়া আক্তর কাজল (ছাতা প্রতীক) ভোট পেয়েছেন ৪৪টি। সভাপতি পদে ৩টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে দৌলতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (মই) ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১৯৯ ভোট।

দৌলতপুর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি এমপি রেজা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

এছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মঙ্গল সরকার (আনারস) পেয়েছেন ৮৩ ভোট এবং দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী (চাকা) পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬টি ভোট বাতিল হয়েছে। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক পদে দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শের আলী (মাছ) ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ২নম্বর সাংগঠনিক সম্পাদক পদে মো. আতাউর রহমান (মোরগ) ২৯৮ ভোট বিজয়ী হয়েছেন। নির্বাচনে মোট ৯৯৪ ভোটের মধ্যে ৯৭২ ভোট পোল হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com