বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দৌলতপুর কলেজে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন।
আজ সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহন। সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিটি ইউনিয়ন থেকে ৭১ জন করে উপজেলার ১৪ ইউনিয়নের মোট ৯৯৪ জন ভোটার ছিলেন।
এদিকে প্রথমবারের মত ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের আনন্দ ও উৎসবের কমতি ছিল না। সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার ঘাটে তোরণ, ব্যানার, ফেষ্টুন আর পোষ্টার টানানো হয়। জাতীয় নির্বাচনে দীর্ঘদিন অংগ্রহনের সুযোগ না পাওয়ায় এই সম্মেলনকে কেন্দ্র করে ভোট উৎসবে মেতে উঠেন বিএনপির নেতাকর্মীরা।