বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
বুধবার রাতে উপজেলার কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করে র্যাব ১২ কুষ্টিয়ার একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ৩ জুলাই ২০২৫ তারিখ মধ্য রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কল্যানপুর সরকরাী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লাহর দরগা হতে তারাগুনিয়া থানার মোড়গামী পাকা রাস্তার উত্তর পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।