বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

দৌলতপুরে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনার প্রশিক্ষণ উদ্বোধন

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি:: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে কুষ্টিয়ার দৌলতপুরে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় দৌলতপুর মহিলা ডিগ্রী কলেজের হল রুমে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম শেলী দেওয়ান, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, টিম প্রধান ড. সাজ্জাদ হোসেন অধ্যাপক (পরিসংখ্যান) ইসলামী বিশ্ববিদ্যালয় ও সাবেক সাধারন সম্পাদক ইবি ছাত্রলীগ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, রিপনুজ্জামান রিপন সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ই বি, উপজেলা আ.লীগ দপ্তর সম্পাদক রেজাউল করিম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি মহিউল ইসলাম, খলিশাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সম্পাদিকা ফজিলাতুন্নেছা প্রমুখ।

রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর ব্যাপারে টিম প্রধান ড. সাজ্জাদ হোসেন বলেন, দেশকে ১২টি ভাগে ভাগ করে প্রশিক্ষন পরিচালনা করা হবে। সারা দেশের অফলাইন ক্যাম্পেইনে সাংগঠনিক সহযোগী হিসেবে বিভিন্ন জেলার দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ছাত্রলীগ নেতাদের। এবারের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার অদ্যবাদিত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রতিজন ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামীলীগ। এই উদ্যোগের আওতায় একটি সুশৃংখল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রতিজন ভোটারের কাছে ভোট চাওয়া হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপিকে ধ্বংসাত্মক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড: এজাজ আহমেদ মামুন বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করা সহজ নয়। তাছাড়াও রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীতে দলের পক্ষে অনলাইন-অফলাইনে ব্যাপক প্রচারণা চালাবে প্রশিক্ষিত তরুণ-তরুণীরা। এ্যাড: এজাজ আহমেদ মামুন আরো বলেন, দ্রুতই দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে চলে আসবে, সরকারের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com