শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক:: রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন হলে গত ৮ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক করার মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ জুলাই ঢাকার ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা ওই মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আদালতের কাছে তার সাত দিনের রিমান্ড চেয়েছিল। কিন্তু ঢাকার মহানগর হাকিম মো: সেফাতুল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযোগ রয়েছে, ওই দিনের বৈঠকটিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়েছেন।
সূত্র : বিবিসি