বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

দৌলতপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৌলতপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১মে) বিকেল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র কারবারি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ, দৌলতপুর সাব কুষ্টিয়া রোড রেজিস্ট্রি অফিসের দুর্নীতি রোধ, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জালটাকা শনাক্তের বুথ স্হাপন, মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন লামইয়ানুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, সাংবাদি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম (পুলক), সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, সাব রেজিস্ট্রার মোঃ বোরহান উদ্দিন সরকার, আল্লার দরগা বাজার কমিটির সভাপতি মোঃ ফাইজুল ইসলাম, সেক্রেটারি মোঃ মহসিন আলী,উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা বৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com