বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

দৌলতপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

দৌলতপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বুধবার বিকাল চারটায় জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলত থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম (পুলক), আর এম ও, ডাক্তার শামসুল আরেফিন (সুলভ), জামায়াতে ইসলামী দৌলতপুর শাখার আমির অধ্যক্ষ মোঃ বেলাল উদদীন, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), খন্দকার জালালউদ্দিন, ছাত্র আন্দোলনের নেতা মোঃ আব্দুল হালিম আকাশ, ইয়াশ ইবনে সানা, জুলাই আহত যোদ্ধা ওয়ালিদ হাসান, পারভেজ মোশারোফ, আল-আমিন, গণঅধিকার সংগঠনের সভাপতি মোঃ সাহাবুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার খান, ওবায়দুল্লাহ খান।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম, অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সরকারি প্রোগ্রামার মোঃ সোহেল রানা। আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয় প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com