বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টা থেকে দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০০ জন পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষানী নিয়ে কৃষি জ্ঞান, পুষ্টি সচেতনতা, উদ্যোক্তা দক্ষতা ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী বিশদ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া খামারবাড়ি’র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব সুফি মোঃ রফিকুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মো: মাহমুদুল ইসলাম, সমাজসেবা কর্মকতা তৌফিকুর রহমান, সহকারী প্রোগ্রামার মোঃ সোহেল রানা, সমবায় কর্মকতা রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাবিল উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম শাহিনসহ প্রমুখ।
এসময় কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার প্রোগ্রাম নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন, পুষ্টির নিশ্চয়তা এবং উদ্যোক্তা সক্ষমতা গড়ে তোলা। মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ফিল্ড স্কুলের মাধ্যমে প্রযুক্তি, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি হচ্ছে, যা কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।
এ সময় কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।