মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

দোহার আবারো ডাকাতি: ১০ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট

দোহার আবারো ডাকাতি: ১০ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক:: ২৪ ঘন্টা পার না হতেই আবারো দোহার উপজেলার নারিশা পশ্চিমচর কানন গাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের ডাকাত দল আক্রমণ চালিয়ে ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, মঙ্গলবার রাত তিনটার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্র সজ্জিত হয়ে তাঁদের বাড়ির দরজার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এসময় ওই পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণগহনা সহ নগদ টাকা লুট করে নেয়।

বাড়ির মালিক কানন গাজী বলেন, প্রথমে ডাকাতদল ঘরে ঢুকে তাঁর হাত পা বেঁধে মেঝেতে শুইয়ে রাখে। এরপর মহিলাদের ভয় দেখিয়ে আলমারীর চাবি নিয়ে নেয়। পরে বাড়িতে সীমানা প্রাচীল নির্মানের কাজে ব্যয়ের জন্য ঘরে রাখা সাড়ে ৫ লাখ নগদ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায় ডাকাতেরা। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়।

উল্লেখ্য, সোমবার গভীর রাতে সুতারপাড়া এলাকায় ব্যবসায়ী শাহজাহানের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ২৪ ঘণ্টায় দোহারে দুটি ডাকাতির ঘটনা সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করেছে।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, সারারাতই পুলিশ টহল থাকে। চেষ্টা করছি সংঘবদ্ধ ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে। দুটি ঘটনায়ই পৃথক মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com