বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: গতকাল সোমবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে আসে শিশু মরিয়ম (৭)। এরপর পাশের বাড়িতে সহপাঠিদের সাথে খেলতে বের হয়। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঢাকার দোহার উপজেলা সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম মধুরচর এলাকার প্রবাসী মো. আদিল উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
নিখোঁজ মরিয়মের চাচা আলাউদ্দিন বলেন, সোমবার মাদ্রাসা থেকে পরিক্ষা দিয়ে বাড়িতে ফিরে। এরপর দুপুরে বাড়ির পাশে খেলতে বের হয়। এঘটনার পর হতে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। এদিকে মরিয়মের পরিবার ও স্বজনরা বাড়ির চারপাশে খুঁজাখুজি করেও তাঁকে না পেয়ে সোমবার রাতে দোহার থানায় একটি সাধারন ডায়েরি করে।
এছাড়া বাড়ির আশপাশে খাল বা নদীতেও খোঁজাখুজি অব্যাহত আছে বলে স্বজনরা জানায়। শিশু মরিয়মকে না পেয়ে আতঙ্ক ও হতাশায় ভুগছে স্বজনরা।
মরিয়মের মা সাহিদা বলেন, প্রতিদিনের মতোই সে মাদ্রাসা থেকে ফিরে খেলতে যায়। কিন্তু কাল আর বাড়ি আসেনি। দুই সন্তানের মধ্যে সাহিদা বড়। মেয়েকে না পেয়ে তিনি পাগলপ্রায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন দোহার থানার এসআই হামিদুর রহমান। তিনি বলেন, আমরা এবিষয়ে সর্বাত্মক চেষ্টা করছি। মরিয়মের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটা সবার জন্যই উদ্বেগের।