মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

দোহারে শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে মারামারি, ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

দোহারে শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে মারামারি, ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক:: শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের মারামারি ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে ২ জন ছাত্র আহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় ঢাকার দোহারে উপজেলার চর লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এসময় নবম শ্রেণীর ছাত্র মোশাররফের ছেলে ইউসুফ ও একই গ্রামের আওয়াল বেপারীর ছেলে গোলাম রাব্বিকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঢাকায় প্রেরন করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষার্থী মশিউর। এরা সবাই একই শ্রেণীতে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে পাঠদানের শুরুতে বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাব্বি, ইউসুফ ও মশিউরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় মশিউর ছুরি দিয়ে রাব্বি ও ইউসুফকে এলোপাতাড়ি আঘাত করে। পরে বিদ্যালয়ের শিক্ষকরা এসে আহত দুইজনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল আলম।

দোহারে শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে মারামারি, ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

এ ব্যাপারে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার মন্ডল বলেন, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে শ্রেণীকক্ষে চাকু বা ছুরি নিয়ে প্রবেশের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com