শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: কয়েকদিনের টানা বর্ষণের ফলে ঢাকার দোহারের আল আমিন বাজার-ডায়ারকুম এলাকায় পদ্মা বাইপাস সড়ক ধসে পড়েছে। এতে সড়কে যান চলাচলে ঝুঁকি বাড়ছে। মাত্র ২ বছর আগে এ রাস্তাটি নির্মান করা হয়। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে এটি নির্মিত হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানায়, ২০২২-২৩ অর্থবছরে এ সড়কটি নির্মান করা হয়। পাশেই ডায়ারকুম ব্রিজ অবস্থিত। মূলত এ ব্রিজের এপ্রোচ হিসেবে এ রাস্তাটি নির্মান করা হয়। মাওয়া দোহার সড়কের ফুলতলা থেকে রাস্তাটি আল আমিন বাজারের সাথে সংযোগ করা হয়েছে। এ রাস্তাটি দিয়ে দোহার হতে নবাবগঞ্জ হয়ে ঢাকা যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এটাকে স্থানীয় বাসিন্দারা পদ্মা সেতুর বাইপাস সড়ক হিসেবেও চিনে। গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে রাস্তাটির ডায়ারকুম এলাকায় প্রায় ১০০ মিটার ধসে পড়েছে। এতে ওই এলাকার সাধরণ মানুষ ও যান চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সুতারপাড়া নিবাসী অটোচালক নুরুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি ধসে পড়ায় যাত্রী নিয়ে ঝুঁকিতে চলতে হয়। দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন। এটা দোহারের কয়েকটি ইউনিয়নের মানুষের নবাবগঞ্জ হয়ে ঢাকা যাতায়াতের একমাত্র সড়ক।
দোহার পৌর কমিশনার জাহিদ ইকবাল বলেন, রাস্তার পাশ দিয়ে একটি খাল প্রবাহিত আছে। খালের অংশে কোনো গার্ডার না থাকায় বৃষ্টি বা বন্যার পানির ঢল নামলেই রাস্তায় ফাটল সৃষ্টি হয়। রাস্তা নির্মাণের সময় এ বিষয়ে সড়ক বিভাগকে খেয়াল রাখা উচিত।
এ ব্যাপারে সড়ক ও জনপথের মুন্সিগঞ্জ রেঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। মঙ্গলবার রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে পরিদর্শন করা হয়েছে। দ্রুত মেরামত কাজ শুরু হবে। খালের পাশ দিয়ে প্যালাসাইডিং তৈরী করে রাস্তাটি রক্ষায় করা হবে।