শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

দোহারে বিয়ে বাড়িতে ডাকাতি প্রায় ২৫ লাখ টাকার জিনিস লুট

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দোহারে একটি বিয়ে বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া নুরপুর এলাকায় কুদ্দুস খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে বাড়ির মালিকের দাবি।

ভুক্তভোগী জুয়েল খান জানান, রাত তিনটার দিকে টিন কাঠের ঘরের দরজা ভেঙ্গে ৮/১০ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাঁর বোনের বিয়ের দাওয়াতে আসা আত্মীয় স্বজনদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায়। যাবার সময় ডাকাতরা সবাইকে হত্যার হুমকি ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।

জুয়েল খানের মা কমলা বেগম বলেন, আমার মেয়ের বিয়ে হয়েছে দু’দিন আগে। তাঁর শশুর বাড়িতে দেয়ার জন্য ফার্নিচার উপহারের ৩লাখ টাকা ও স্বর্ণ গহনা সব কিছু নিয়ে গেছে। ডাকাতেরা বাড়িতে আসা স্বজনদেরও সব কেড়ে নিয়েছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com