বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

দোহারে বাংলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দোহারে বাংলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত দোহারে বাংলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আবুল হাশেম ফকির, ঢাকা দক্ষিন ব্যুরো চীফ ॥ ঢাকার দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়নে শিলাকোঠা বাংলা বাজার বনিক সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে।

বুধবার ২৬ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ ভাবে ২৫৫ জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটার ভোট প্রদান করেন। শতকরা ৯৮% ভোটারের উপস্থিতি নিশ্চিত করেন। দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কর্মকর্তা। ভোটে অংশগ্রহণ করেন, সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং প্রচার সম্পাদক পদে ৩ জন করে সর্বমোট ১৯ জন প্রার্থী নির্বাচনে সরাসরি ভোটে অংশগ্রহণ করেন।

সভাপতি পদে কাজী শাহজাহান ছাতা মার্কায় ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুর রহমান কলস মার্কায় ১০৪ ভোট পেয়েছেন, সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম আনারস মার্কায় ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ মোতাহার হোসেন দেওয়াল ঘড়ি মার্কায় ৮১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন দোয়াত-কলম মার্কায় ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ওমর ফারুক হরিন মার্কায় ৫২ ভোট পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ আল-আমীন ঈগল মার্কায় ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম কাজী মাসুদ মোরগ মার্কায় ৯৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আবু নাঈম মোঃ তাইমিয়া ফুটবল মার্কায় ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আরব আলী হোসেন মাছ মার্কায় ৯৯ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে রাশেল হোসেন বই মার্কায় ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ হযরত আলী গরুর গাড়ি মার্কায় ৪৬ ভোট পেয়েছেন।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোঃ বজলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কার্যকরী সদস্য হিসেবে হুমায়ুন, আকাশ ঘোষ, শাহিন শিকদার, শাহ আলম মোল্লা ও হাবিবুর রহমান ফৌজদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানান উপজেলা সমবায় অফিসার ও শিলাকোঠা বাংলা বাজার বনিক সমিতির পরিচালনা পরিষদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত প্রিজাইটিং অফিসার তানভীর মইনুল হোসেন।

পরিশেষে নির্বাচন ফলাফল ঘোষণা কালে নির্বাচন চলাকালীন সময়ে সহযোগিতা করার জন্য প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী, উপস্থিত সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী এবং উপস্থিত মিডিয়া কর্মিদের ধন্যবাদ জানান। দায়িত্ব প্রাপ্ত প্রিজাইটিং অফিসার। এ সময় মাহম্মদপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন তার সঙ্গীয় বাহিনী নিয়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com