বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

দোহারে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, গ্রেপ্তার ১

দোহারে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহারের কার্তিকপুর এলাকায় আলমগীর ভূইয়া(৬০) নামের এক বৃদ্ধ’র উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত হাসিনা নামের একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাড়ির উঠানে ভিটিমাটি সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে আলমগীরের উপর তার প্রতিপক্ষ হাসিনা, আসাদ ও রাব্বি ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলমগীরের স্ত্রী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে বাড়ির জমি মাপঝোপ করে প্রত্যেকের সীমানা নির্ধারণ করে বুঝে নেওয়ার পাশাপাশি ঘরসহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়। পরে সোমবার দুপুরে ঘরে থাকা ভিটিমাটি নেওয়ার সময় হাসিনা বাঁধা দেয়। একপর্যায়ে কথা-কাটাকাটি হলে আসাদ ও রাব্বি হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এছাড়া আমার ছেলের বউ রুবি আক্তার ফেরাতে গেলে তাকেও মারধর করা হয়।

এ বিষয়ে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ(এসআই) জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে ও হাসিনা নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com