বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: পশুর হাটে মূল ইজারাদারের লোকজনকে তাড়িয়ে দিয়ে এক বিএনপি নেতা ও তার সমর্থকরা ইজারার টাকা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকার দোহার সদরের জয়পাড়া পশুর হাটে বৃহষ্পতিবার এঘটনা ঘটে। এদিন সাপ্তাহিক হাটবার ছিলো। দুপুর ১২ টায় একদল লোক এসে উপর্যপরি ইজারার ক্যাশ টেবিল দখলে নিয়ে ওখানে দায়িত্বর তদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেই তারা হাট দখল করে বলে অভিযোগ প্রতিপক্ষের।
জয়পাড়া পশুর হাটের ইজারাদার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, জয়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি দোহার পৌর বিএনপির সভাপতি এসএম কুদ্দুস তাঁর লোকজন দিয়ে ইজারাদারের লোকজনকে মেরে তাড়িয়ে দেয়। এরপর তারা ইজারা তুলে। গত ৫ আগষ্টের পর হতেই কুদ্দুস দলীয় প্রভাব খাটিয়ে এ হাট দখল করে। বিএনপির এ নেতা উচ্চ আদালতের রিটের রায় অমান্য করে জবর দখল কাজ চালিয়ে যায়। প্রতি বৃহষ্পতিবার হলেই তারা দলবল নিয়ে এ কাজ করে।
জানা গেছে, দোহারের জয়পাড়া দেবীনগর পশুর হাট একটি বৃহত্তর পশু বাণিজ্যিক কেন্দ্র। প্রতি বৃহষ্পতিবার সাপ্তাহিক হাটের জন্য গত বছর প্রায় এক কোটি ৪০ লাখ টাকায় মূল্যে হাটের ইজারা পান মো. দেলোয়ার হোসেন।
এ ঘটনায় জয়পাড়া বাজার কমিটির সভাপতি এসএম কুদ্দুস বলেন, তার কোনো লোক হাট দখলে জড়িত নয়। কে বা কারা এসব করেছে তা জানা নেই।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, হাটে সকাল থেকেই পুলিশ টহল থাকে। এমন অভিযোগ পেয়ে আমি নিজেই গিয়েছি। কিন্তু কাউকে পাওয়া যায়নি।