মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

দোহারে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আতিয়ারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আতিয়ার (৪০)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আতিয়ার উপজেলার লটাখোলা বড় ব্রিজ এর নিচে ভাড়া থাকেন, সে চাপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। আতিয়ারের বাড়িতে এখন ঈদের আনন্দের স্থলে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার জয়পাড়া শ্মশান ঘাট এলাকা সংলগ্ন খালের পানিতে স্থানীয় জনতা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে জয়পাড়া খাল থেকে আতিয়ারের মরদেহ উদ্ধার করা হয়। আতিয়ারের স্বজনরা খাল থেকে উদ্ধারকৃত মরদেহটি আতিয়ারের বলে শনাক্ত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার(বড়) মাঠ ও জয়পাড়া বাজার সংলগ্ন খেয়াঘাটে পারাপারের নৌকা ৪০ জন যাত্রী নিয়ে পানিতে ডুবে যায়। সবাই সাঁতার কেটে উপরে উঠতে পারলেও, অনেকেরই সাথে মোবাইল ফোন ও গরু কেনার টাকা হারিয়ে যায়। সন্ধ্যায় জানা যায় আতিয়ার নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com