বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, দোহারঃ সোমবার গভীর রাতে দোহারের মুকসেদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু স্থানীয় অনলাইনে। সেই খবর পেয়ে থানা পুলিশ দোহারের প্রতিটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে। মঙ্গলবার ভোরে পুলিশ ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় দোহার জয়পাড়া টেকনিক্যাল কলেজের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাসেল হোসাইন (২৭) এবং বিলাশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক (৩০) কে আটক করে। পরে তাঁদেরকে দোহার থানার ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার এদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়ে ওসি বলেন, মিছিল কোথায় হয়েছে কারা করেছে এমন কোনো তথ্য স্থানীয় লোকজন বা পুলিশের কাছে নেই। তবে ভাইরাল হওয়া ছবিটি এআই ব্যবহারের মাধ্যমে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।