বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বিগত আওয়ামীলীগ সরকার আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে দোহার উপজেলা সদরের বাণিজ্যিক কেন্দ্র জয়পাড়া বাজারে গড়ে তোলা হয় ২১টি দোকান। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দখলে থাকা এসব সরকারি সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন দোহার উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক।
বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ২০১৩ সালের দিকে জয়পাড়া হাট বাজারের তোহা বাজার’ প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংরক্ষিত ছিলো। এ জমিটি দখলে নেয় কিছু প্রভাবশালী। সে সময়ে তোহা বাজারের প্রায় ৫০ শতক জমিতে দখলের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে দোকান নির্মাণ করে তৎকালীন সময়ের প্রভাবশালী কিছু আওয়ামীলীগ নেতাকর্মী। সম্প্রতি বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়। কৃষকদের উৎপাদিত ফসল সাপ্তাহিক হাট-বাজারের বিক্রির জায়গা না পাওয়ায় হতাশ কৃষকরা এ বিষয়ে অভিযোগ তোলা হয়। এর প্রেক্ষিতে সভায় সরকারি সম্পত্তি উদ্ধারের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। সেই আলোকে আজ বুধবার অভিযানে ২১টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। বুধবার সকালে জয়পাড়া তোহা বাজারে’র সম্পত্তি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম। এ সময়ে অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্য, দোহার থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।
দোহারে জয়পাড়া বাজারে অবৈধ স্থাপনা দখল মুক্ত করলো প্রশাসন
এ বিষয়ে জয়পাড়া বাজার কমিটির সভাপতি এস এম আব্দুল কুদ্দুস জানান, সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে উদ্ধার অভিযান চলমান থাকে। ব্যবসায়ীদের জান-মালের যেন ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। বাজারের অবৈধ দখলদার মুক্ত হোক সেটা সকলেরই চাওয়া।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. তাসফিক সিবগাত উল্লাহ বলেন, দীর্ঘদিন যাবৎ সরকারি সম্পত্তিতে প্রভাবশালীরা দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করেছে। এসব উচ্ছেদ করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, তোহা বাজারের প্রায় ৫০ শতক সম্পত্তি হতে ১৫ শতাংশ পরিমান জমি উদ্ধার করে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকি সব জমি দখল মুক্ত করা হবে।