শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ঢাকার দোহারে পুকুরের পানিতে গোসল করতে নেমে রাহুল(১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহত রাহুল উপজেলার নূরপুর গ্রামের ছোরমান মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে বাড়ির পুকুরের পানিতে গোসল করতে নামে। দীর্ঘসময় পার হলেও গোসল শেষ করে ঘরে ফিরেনি। পরবর্তীতে আশপাশে খোজাখুজি করার পর দুপুরে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক নুরুল হক মৃত ঘোষণা করেন।
দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মুঠোফোনে বলেন, ঘটানাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। লাশ সুরতহাল শেষে নিহতের পরিবার নিয়ে গেছে। তবে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।