বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, দোহারঃ ঢাকার দোহারে কথিত সাংবাদিক পরিচয়ে মো. শাকিল ইয়াবাসহ হাতেনাতে আটক হয়েছে। উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামে তাঁর বাড়ি ।
স্থানীয় যুবসমাজ তাঁকে বালুরচর এলাকা থেকে হাতেনাতে ধরে ফুলতলা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। বৃহষ্পতিবার বিকেলে তাঁকে ভ্রাম্যমান আদালতে ৭দিনের কারাদন্ড দেয়া হয়। সে নিজেকে মুকসুদপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য এবং দোহার উপজেলা প্রেসক্লাবের নামে দপ্তর সম্পাদক বলে পরিচয় দেয় বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, গাঁজা ও ইয়াবা বিক্রিসহ নানা অপরাধে জড়িত। এলাকাবাসী তাঁকে ‘ইয়াবা শাকিল’ নামেও চিনে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শাকিলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড দেন।
এ ব্যাপারে মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত হয়েছে। সে আগে সদস্য ছিলো বলে জেনেছি। কোনো মাদক সেবির বিএনপিতে স্থান নেই।
দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দন (পল্লব) বলেন, শাকিলের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ থাকায় আগেই সর্তক করেছি। হাতেনাতে প্রমাণ পাওয়াতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ফুলতলা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল আলম বলেন, শাকিলকে মাদকসহ আটক করে জনতা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের সাজা ও ৫০০ টাকা জরিমানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।