মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

দোহারের কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মাহমুদ, সম্পাদক মোঃ মোজ্জাম্মেল বিশ্বাস নির্বাচিত

দোহার প্রতিনিধি : ঢাকা জেলা দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকেলে কার্তিকপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোঃ ইয়ার হোসেন খান এর সভাপতিত্বে, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় মোঃ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ সকলে স্বেচ্ছায় সেবা দান সংগঠনকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হয়। এরপর তিনি নিজেই কমিটির নাম ঘোষণা দেন।

দোহার উপজেলা অন্তর্গত কুসুমহাটি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির আংশিক আহবায়ক কমিটির আহবায়ক বাশার চোকদার, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম ও যুগ্ন আহবায়ক আনোয়ার চোকদার এর দলীয় প্যাডে স্বাক্ষরিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

সভাপতি সোহেল মাহমুদ, সিনিয়র সহসভাপতি মোঃ হিমেল খাঁন,সাধারণ সম্পাদক মোঃ মোজ্জাম্মেল বিশ্বাস, সহসভাপতি মোঃ রুহুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোয়াদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোহশীন, প্রচার সম্পাদক মোঃ শাহিন, সদস্য মোঃ ফরহাদ হোসেন। এই কমিটির মেয়াদ আগামী ৩ বছরের জন্য জন্য ঘোষণা করা হয়েছে।

সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমানে আহবায়ক বাশার চোকদার এতে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান সাদ্দাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক, নুরুল হক বেপারী, সহসভাপতি আ, খ ম, বীর মুক্তিযোদ্ধা করম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ, ঢাকা জেলা আওয়ামীলীগের এর প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান কাদের মন্ডল, রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, মাহমুদ পুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,প্রয়াত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সহধর্মিণী আলো রানী গুহ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আপ্যায়ন সম্পাদক এ্যাভোকেট শাহিন উল হক, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর বেপারী,দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায় এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com