বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

দেড় বছর পর ক্লাসে ফিরেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে। দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। করোনাকালীন দীর্ঘদিন অনলাইনে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করার পর বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

শ্রেণি কার্যক্রম উদ্বোধন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএফ ইমাম আলি। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছারসহ প্রমুখ।

উপাচার্য ড. এএফ ইমাম আলি বলেন, ‘প্রকৃতির কোলে আন্তর্জাতিক মানের শিক্ষা’ স্লোগান সামনে রেখে বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের ছাত্র-ছাত্রীদের দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি বান্দরবান বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

তিনি আরও বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে তিনশ ছাত্র-ছাত্রী রয়েছে। ৩ অনুষেদে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), বিবিএ, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পাঁচটি বিষয়ে অনার্স ও প্রফেশনাল এমবিএ কোর্স চালু আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com