বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি॥
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দেশে গরু-ছাগলের ঘাটতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জনাব আব্দুর রহমান।
তিনি বলেন, দেশে কোনো গবাদিপশুর ঘাটতি নেই। এদিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ। ফলে বাইরে থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই। পাশাপাশি দেশের খামারিদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৮ জুন) বিকেলে ফরিদপুরে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী আব্দুর রহমান।তিনি আরও বলেন, দেশে পশুর কোনো ঘাটতি না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা এবার কোরবানির ঈদ ভালোভাবে করতে পারবেন। গতবছর প্রায় পাঁচ লাখ গবাদি পশু অবিক্রীত ছিল। এ বছর তার সঙ্গে আরও সাড়ে চার লাখ পশু যোগ হয়েছে। আমাদের দেশে চাহিদা হলো এক কোটি ২৯ লাখ পশু, সেখানে আছে এক কোটি ৩০ লাখেরও বেশি।