রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: শুরুতে দেখেশুনে খেললেও পরে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ভর করে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৭ রানের বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষদিকে ডেভিড মিলারের ৩০ বলে ৫৩, ক্লাসেনের ৭ বলে ১৫ ও মার্করামের ১ বলে ছয় রান দলের বড় সংগ্রহে বেশ ভূমিকা রাখে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। তবে মাত্র ৩৮ রানেই ভেঙে যায় এই জুটি। এর পরেই দলের হাল ধরেন কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেন। এই দুইজনে আজ তুলে নেন জোড়া সেঞ্চুরি। এই দুই ব্যাটারের ২০০ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের দিকে এগোয় দক্ষিণ আফ্রিকা। ডি কক আজ ফিরে যান ১১৪ রানে আর ফন ডার ডুসেন ফিরে যান ১৩৩ রানে। আর শেষের দিকে ডেভিড মিলারের ৫৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
আজ ওপেনিংয়ে নেমেই উইকেট ধরে রেখে দেখে-শুনে খেলতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। ৫ ওভারে নেন মাত্র ১৫ রান। এরপরেই খোলস ছেড়ে বেড়িয়ে আসতে শুরু করেন দুই ওপেনার। আর তখনই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। ২৮ বলে ২৪ রান করা অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান তিনি। ট্রেন্ট বোল্টের বলে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৩৮ রানে ওপেনিং জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকারা।
৩৮ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেন। এই ব্যাটারই আজ তুলে নিয়েছেন জোড়া সেঞ্চুরি। ওপেনিংয়ে নামা কুইন্টন ডি কক আজ কিউইদের বিপক্ষে অর্ধশতক তুলে নেন ৬২ বলে আর সেঞ্চুরি তুলে নেন ১০৩ বলে। যার মধ্যে রয়েছে ৮টি চার ও ৩টি ছয়ের মার। এটি চলতি বিশ্বকাপে কুইন্টন ডি ককের চতুর্থ সেঞ্চুরি।
এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ডে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার (২০১৫ বিশ্বকাপ) পাশে বসলেন ডি কক। আর একটি সেঞ্চুরি হলেই ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মার এক আসরে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড। মজার ব্যাপার হচ্ছে, এবারের আগে বিশ্বকাপে ডি ককের শতরানের ইনিংস ছিল না একটিও। আর বিদায়ী আসরেই এখন পর্যন্ত তুলে নিলেন চারটি সেঞ্চুরি। শুধু এখানেই থেমে থাকেননি, এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন ডি ককের দখলে। এ ছাড়া চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও প্রোটিয়া এই ওপেনারের দখলে।
অন্যদিকে তিন নম্বরে খেলতে নামা রাসি ফন ডার ডুসেন ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ৬১ বলে আর সেঞ্চুরি তুলে নেন ১০১ বলে। তবে দলীয় ২৩৮ রানে কুইন্টন ডি ককের বিদায়ে ভেঙে যায় এই জুটি। সেঞ্চুরি তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ১১৬ বলে ১১৪ রান করে টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিাদয়ে ভেঙে যায় ২০০ রানের জুটি।
কুইন্টন ডি ককের বিদায়ের পর ডেভিড মিলারকে নিয়ে জুটি গড়েন রাসি ফন ডার ডুসেন। এই জুটিতে ভর করে দলীয় ৩০০ রান পার করে প্রোটিয়ারা। কিন্তু দলীয় ৩১৬ রানে রাসি ফন ডার ডুসেনের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ১১৮ বলে ১৩৩ রান করা রাসি ফন ডার ডুসেন টিম সাউদির বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।
রাসি ফন ডার ডুসেনের পর হেইনরিখ ক্লাসেনকে নিয়ে জুটি গড়েন ডেভিড মিলার। তিনিও আজ তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। মাত্র ২৯ বলে ৫০ রানে করেন তিনি। তবে অর্ধশতক তুলে নেওযার পর ৫৩ রানেই ফিরে যান সাজঘরে। শেস পর্যন্ত নির্ধারিক ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা।