সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

“দীর্ঘ ৯ বছর পর আদিতমারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন”

"দীর্ঘ ৯ বছর পর আদিতমারী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন"

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: দীর্ঘ ৯ বছর পরে উৎসব মুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন হলেও ঘোষনা হয়নি লালমিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির নতুন কমিটি। সর্বশেষ গত ২০১৭ সালের ৪ মে অনুমতি না পেয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে দলীয় কার্যালয়ের সামনে দ্বি-বার্ষিক সম্মেলেন করে দলটি।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলা কমিটি সকল রাজনৈতিক দলের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ন একটি সাংগঠনিক উপজেলা। জেলা সদরের পার্শ্ববর্তি হিসেবে সকল আন্দোলন সংগ্রামে জেলা কমিটিকে সর্বপ্রথম এই ইউনিট সাপোর্ট দিয়ে থাকে। সেই উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো দীর্ঘ ৯বছর পরে। দীর্ঘদিন পরে হলেও প্রকাশ্যে সম্মেলন করার সুযোগ পেয়ে বেশ উৎসব মুখর পরিবেশেই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের হাজার হাজার নেতাকর্মী উপজেলা পরিষদ চত্ত্বরে এসে জড়ো হন। পরে দুপুরে উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথমার্ধের আলোচনা সভা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জেলা বিএনপি’র সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষ করে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির ভেঙ্গে দেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হলে একাধিক প্রার্থী গুরুত্বপুর্ন পদের জন্য প্রার্থী হন। প্রথম দিকে সমঝোতা চেষ্টা করে ব্যর্থ হন জেলা বিএনপি। অবশেষে পরবর্তিতে নতুন কমিটি ঘোষনা করা হবে জানিয়ে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষনা করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এই প্রথম নতুন কমিটি ঘোষনা ছাড়াই উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন শেষ হলো।

সম্মেলনের প্রথমার্ধের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, সদস্য আব্দুর রউফ রুবেল, যুবদলের আহবায়ক এম ইদ্রীস আলী, সদস্য সচিব হাসানুল হক পান্না, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আলম রনি, ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com