বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

দীর্ঘদিন পর আবার একসঙ্গে জাহিদ-তৌকীর

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: দেশের জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। অনেক বছর ধরে কাজ করছেন। দীর্ঘদিন পর আবার একসঙ্গে অভিনয় করলেন দুজন। ‘কে’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।

সিরিজটিতে একটি মার্ডার মিস্ট্রির গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হবে- প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন; সঙ্গে খুঁজে বের করা হবে, ‘কে সত্য বলছে আর কে মিথ্যা!’

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকাসহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা।

সেখানে তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’

অন্যদিকে জাহিদ হাসান বলেন, ‘গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এ ছাড়া গৌতম খুবই গোছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয়, এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে।’

‘কে’ পরিচালনা করেছেন গৌতম কৈরী। প্রযোজক শাহরিয়ার শাকিল। আগামী বছরের জানুয়ারিতে দেশি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে এটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com