বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ স্কুলছাত্র নিহত

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্কুল থেকে ফেরার পথে তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার (২ জানুয়ারী) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, দুপুর ১টা ১০মিনিটে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী একটি কার্গো ট্রাক বীরগঞ্জ চাকাই মোড়ে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালকসহ আরোহী তিনজন রাস্তায় ছিটকে পড়লে কার্গো ট্রাকটি তাদের উপর দিয়ে চলে যায়।

ঘটনাস্থলেই কবি নজরুল স্কুলের নবম শ্রেণির ছাত্র বীরগঞ্জ সুজালপুর সুইচ গেট নিবাসী আফছার আলীর ছেলে মো. শাহাদাত (১৬), একই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো. শুভ (১৫) মারা যায়। এছাড়া একই এলাকার শুকুর আলীর ছেলে এবং একই স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. মুজাহিদকে (১৭) হাসপাতালে নেওয়ার পর মারা যায়। স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় এই তিন শিক্ষার্থী। তবে এ ঘটনায় কার্গো ট্রাকটিকে চিহ্নিত করা যায়নি। কারণ ঘটনার সময় সড়ক ফাঁকা থাকায় ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের মেরে পালিয়ে যায়।

লাশগুলোকে তাদের পরিবার নিজ নিজ বাড়িতে নিয়ে গেছে এবং এখনো কোনো মামলা হয়নি। ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com