বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে বেড়েছে তাপমাত্রা, সেই সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে তাপমাত্রা বাড়লেও ভোররাত থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল হিলির জনপদ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সকল প্রকার যানবাহন। বিপাকে রয়েছে নিম্ন আয়ের মানুষগুলো। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কি:মি:। তবে বেলা বাড়ার সাথে সাথে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
তিনি আরও জানান, রাত থেকে তাপমাত্রা অল্প অল্প করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘের উপস্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে সেই সাথে আগামী ৪ ফেব্রুয়ারি বা এর আশপাশে দেশের কিছু কিছু স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীত আরও বাড়তে পারে।