শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

দাদা-নাতি দুইজনই স্কুলে পড়েন, কাধে স্কুল ব্যাগ,পরনে স্কুল ড্রেস !

বিনোদন প্রতিবেদক : অভিনেতা মামুনুর রশীদ কাধে স্কুল ব্যাগ,পরনে স্কুল ড্রেস – স্কুলে যাচ্ছে। তার বয়স ৭৬, অথচ সম্প্রতি ১৯ তম জন্মদিন পালন করলেন তিনি !

এই বয়সে স্কুলে কেনো? এখন তো তার নাতি নাতনিদের স্কুলে যাওয়ার বয়স! একজন অভিনেতার তো চরিত্রের শেষ নেই। বিশাল ব্যবসায়ী থেকে পথের ভিখারি সকল চরিত্রেই মানিয়ে যান সহসাই।

মামুনুর রশীদ স্কুলে যাচ্ছেন অভিনয়ের জন্যই। বৃন্দাবন দাসের রচনা ও এজাজ মুন্নার পরিচালনায় ঈদের এ ধারবাহিকের নাম ‘ইতি তোমার আমি’। যেখানে মামুনুর রশীদের সহপাঠী অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ।

নাটকটির স্থিরচিত্রে দেখা যায়, মামুনুর রশীদ ও শুদ্ধর পরনে স্কুলের ইউনিফর্ম, কাঁধে ঝোলানো স্কুল ব্যাগ।বিষয়টি নিয়ে কথা বলেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ। প্রবল বন্ধুত্ব দুজনের। শুদ্ধর টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবন দার লেখা নাটক দিয়ে, মামুন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়, এর চেয়ে বড় সৌভাগ্য ওর কী হতে পারে!’

চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘এর আগে শুদ্ধ একটি নাটকে কাজ করেছিল, সেটা স্রেফ শুটিং সেটে বেড়াতে গিয়ে একটা বর্ধিত দৃশ্যে। এবার একেবারে প্রস্তুতি নিয়ে বড় চরিত্রে অভিষেক হচ্ছে। নির্মাতা তিন দিনের শিডিউল নিয়েছেন ওর। ফলে এটাই ওর প্রথম পূর্ণাঙ্গ কাজ।’

ভেঁপু ক্রিয়েশনস লিমিটেড প্রযোজিত এই নাটক প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। সাত পর্বের এ কাজটি ঈদের জন্য নির্মিত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com