বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

দহগ্রাম সীমান্তে আবারও বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

দহগ্রাম সীমান্তে আবারও বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শুন্য রেখায় আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি’র বাঁধায় বেড়া নির্মান বন্ধ করে বিএসএফ। এ ঘটনায় দহগ্রাম সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দহগ্রাম সর্দারপাড়া এলাকায় শূন্য রেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতের পশ্চিমবঙ্গ ৬-বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা। পরে স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাঁধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ করে চলে যায়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com