সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:০০ অপরাহ্ন

দহগ্রাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ আটক ছয়

দহগ্রাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ আটক ছয়

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় শিশুসহ ৬ জনকে আটক করেছেন পানবাড়ি বিজিবি।

শনিবার (০৫ অক্টোবর) বিকেলে পাটগ্রাম থানা পুলিশের পিএম মামুন রশিদ (ওসি তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর আটক ৬জনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) রাতে আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর করেন পানবাড়ি বিজিবি।

আটককৃত হলেন- সিরাজগঞ্জ সদরের মৃত রতন ঘোষের ছেলে শ্রী মানিক ঘোষ (৩৭), মানিক ঘোষের স্ত্রী পুজা সাহা (৩০), মানিক ঘোষের মেয়ে নমতা ঘোষ (১২) ও পুজাতা ঘোষ (৩) এবং বাদল চন্দ্রের স্ত্রী কনিকা ঘোষ (৫০)। অপরজন দালাল বেলাল হোসেন (২৫) পাটগ্রাম উপজেলার দহগ্রাম (পাঙ্গেরটারী) রহিদুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে অবৈধভাবে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের আঙ্গোরপোতার মেইন পিলার ডিএমপি ১০/৫ এস, জিআর নং- ৯৪৩১০০৫, হইতে অনুমান ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দালালচক্রের সদস্য স্থানীয় বেলাল হোসেনসহ ৬ জনকে আটক করা হয়।

পাটগ্রাম থানা পুলিশের পিএম মামুন রশিদ (ওসি ভারপ্রাপ্ত ) বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি অভিযোগ দিয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com