বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক:: অবশেষে ভারতের চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল মঙ্গলবার রাতেই টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল। সবকিছু ঠিক থাকলে আজকের অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে নামবেন সাকিব। যদিও সাকিবের ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়।

সাম্প্রতিক সময়টা কিছুটা কঠিনই যাচ্ছে সাকিবের জন্য। বিশেষ করে ব্যাট হাতে বড় রকমের দুঃসময় পার করছেন টাইগার ক্রিকেটের এই অলরাউন্ডার। তার ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। যদিও বল হাতে দলের জন্য এখনো বিশ্বস্ত নাম তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের বোলিং নৈপুণ্য দিয়েই প্রথম টেস্টে দলকে টেনে নিয়েছিলেন জয়ের কাছাকাছি। আবার দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক সিরিজ জয়ের জয়সূচক রানও আসে তার ব্যাট থেকেই।

এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সোমবার থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা। দলে সাকিবের স্থান পাকা বলা চলে। লাল মাটির পিচে তার স্পিন হতে পারে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com