মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

থানচিতে নির্বাচনী প্রচারনায় বীর বাহাদুর

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥

সংসদীয় ৩০০ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

গত সোমবার (১০ ডিসেম্বর) সকালে প্রতীক পাওয়ার পরপরই প্রচারণায় নেমে পড়েন আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর থানচি উপজেলার রেমাক্রী থেকে। এদিকে প্রতীক বরাদ্দের পর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা সকাল থেকে উপজেলা জুড়ে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে মাইকিং হচ্ছে।

এদিকে থানচি বাজার জেলা পরিষদ মার্কেটে মতবিনিময় সভায় বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর বলেন থানচিবাসীর প্রতি বলেন আমার জন্য আপনারা গত ৫টা দিন কষ্ট করেছেন আমি আপনাদের ২৫টি বছর সেবা করার সুযোগ পেয়েছি এবার আবার আমার জন্য আর ১টি দিন কষ্ট করেন আমি আরো ৫ বছর আপনাদের সেবা করার সুযোগ পাব।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য মধ্যে উপস্থিথ ছিলেন বান্দরবান জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক টিংটিং ম্যা মার্মা, জেলা পরিষধের উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংথোয়াই ম্যা রনি, সাধারন সম্পাদক থোয়াইহ্লামং মার্মা, সিনিয়র সহ সভাপতি বাবু স্বপন দাশ, তিন্দু ইউপি চেয়ারম্যান ওউপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মংপ্রু অং মার্মা, সহ সভাপতি ওবামং মার্মা, সহ সভাপতি অংপ্রু ম্রো, বলিপাড়া ইউনিয়নের সদর ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com