সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

তিস্তা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রধান প্রকৌশলী

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের তিস্তা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন পানি উন্নয়ণ বোর্ডের রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। তিনি নৌকা যোগে চরগোকুন্ডা গ্রামের নদী তীরবর্তি স্থান ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা এলাকার বিভিন্ন ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

এ সময় পানি উন্নয়ণ বোর্ডের রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ ভাঙ্গন হুমকির মুখে থাকা মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পের গৃহগুলো যাতে ভাঙ্গনের মুখে না পড়ে সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান। পরেতিনি স্থানীয় ভাঙ্গন কবলিত জনগনের সাথে কথা বলে নিশ্চিন্তে থাকতেতে বলেন। পরবর্তীতে যেন আবার তারা ভাঙ্গনের মুখে না পড়েন এজন্য পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

পরিদর্শনকালে রংপুর পৌর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, লালমনিরহাট পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, উপসহকারী প্রকৌশলী মুহিবুল ইসলামসহ পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com