শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকা নবাবগঞ্জ সড়কের মরিচায় সেতুর কাছে নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে ব্যবসায়ীর স্বর্ণ ও টাকা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। এসময় যাত্রী ও পথচারীর কাছে এক ছিনতাইকারী আটক হলে গণপিটুনী দেয়। তাঁকে আংকাজনক অবস্থায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীর নিকট হতে নগদ ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ নিয়ে যায় বলে তিনি দাবী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল ৫টার সময় ঢাকার গুলিস্থান হতে নবকলি পরিবহনের একটি বাস নবাবগঞ্জ আসতেছিলো। বাসটি মরিচা সেতুর কাছে পৌছালে ৩টি মটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী বাসটি থামিয়ে ভেতরে যাত্রী বান্দুরা এলাকার ফালান হালদারের ছেলে স্বর্ণ ব্যবসায়ী রাম প্রসাদকে অস্ত্র ঠেকায়। এসময় তাঁর ব্যাগে থাকা ৪৭ লাখ টাকা ৩ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় যাত্রীরা ডাক চিৎকার দিলে রাস্তার পথচারীরা এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনী দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাঁকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাম প্রসাদ বলেন, পুলিশ পরিচয়ে বাসটি থামিয়ে চালককে বলে বাসে সন্ত্রাসী আছে। ভেতরে এসেই আমাকে অস্ত্র ঠেকিয়ে হাতে থাকা টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগটি নিয়ে নেয়। ব্যাগের ভেতর ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ ছিলো। এরপর তাঁরা চলে যাওয়ার সময় ডাক চিৎকার দিলে একজনকে ধরে ফেলে।
বাসে থাকা যাত্রী একজন সংবাদকর্মী বলেন, ছিনতাইকারীরা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামায়। কিছু বুঝে উঠার আগেই ওই ব্যবসায়ীর কাছে গিয়ে তাঁর সব নিয়ে দৌড়ে নেমে যায়।
এবিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।