বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪

ঢাকা নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে খারসুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। ঢাকা নবাবগঞ্জ সড়কে কলেজ ছাত্রসহ ২ নিহত

দোহার নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি॥ ঢাকা নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে খারসুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। কলেজ ছাত্রীসহ আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহীন (২৫)। শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে। তাৎক্ষণিক ভাবে আহত কলেজ ছাত্রী মিম (২৭)সহ ৪ জনকে ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে চালক ৫জন যাত্রী নিয়ে সিএনজি যোগে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন। নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে-মুচরে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

ঢাকা নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে খারসুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। কলেজ ছাত্রীসহ আহত হয়েছেন আরও ৪জন।

ঢাকা নবাবগঞ্জ সড়কে কলেজ ছাত্রসহ ২ নিহত

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি একটি বাসকে পাশ কাটিয়ে দ্রুত বেগে যাওয়ার পথে অপরদিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ঢাকায় নেয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার। সীমান্তবর্তী ও ঘটনার সংশ্লিষ্টতায় পুলিশ বিষয়টি দেখছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com