শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশে ঘুরতে আসা ভারতীয় এক নাগরিক অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার নাম আকবর আলী মন্ডল। রাজধানীর মিরপুর-১০ নম্বরে রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল হোটেলে অবস্থান করছিলেন তিনি।

শনিবার (৯ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আকবর আলীর বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানারকাটা কোপরা এলাকায়। তার বাবার নাম আমির উদ্দিন মন্ডল।

মৃত আকবরের বন্ধু ফারজু মন্ডল গণমাধ্যমে জানিয়েছেন, তারা ৬ বন্ধু বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় মিরপুর-১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে উঠেন তারা। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত মিরপুর-২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফারুক হোসেন বলেন, আজ ভোর ৪টার দিকে ভারতীয় এক নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com