বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের ডাসারে দোয়া ও মোনাজাতের মধ্যেদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) গোপালপুর ইউনিয়ন অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে গোপালপুর ইউনিয়নের কাঠেরপোল নামকস্থানে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
বিএনপি নেতা আঃ রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাজমুল ইসলামের সঞ্চালনায় এবং ডাসার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত ডাসার উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার মোঃ আলাউদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি নেতা মোঃ ইসমাইল হাওলাদার, কাজী লিটন, যুবদল নেতা মোঃ নুরুজ্জামান তালুকদার, বায়জিদ সরদার, মোফাজ্জল সরদার, স্বেচ্ছাসেবকদল নেতা ছত্তার আকন, আলিম হাওলাদার, ডাসার উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহে আলম ফকির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদার, যুগ্ন আহবায়ক বনি আমিন মুন্সি।
এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সরদার, এসকান্দার মাতুব্বর, মিরাজ খান, এসকেন খান, জামাল শরীফ, ইয়াসিন হাওলাদার, হাকিম শিকদার ও জাহাঙ্গীর বেপারীসহ স্থানীয় বিএনপি, শ্রমীকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।