সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

ডাকাতদের বিরুদ্ধে মামলা করায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ বিপাকে

বিশেষ প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত সদস্যদের গ্রেফতার করে মামলা দেয়ায় বিপাকে পরেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। অপরাধীদের বাঁচাতে নারায়ণগঞ্জ জেলা ডিবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে ধৃত অপরাধীর মধ্যে একজনের পরিবার।

গত ৫ জুন রাত সারে ১০ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন ডিক্রিরচর খেয়াঘাট সংলগ্ন মালেকের জুট মিল এলাকা থেকে জসিম (৩৫), আলামিন (৩৯), জুয়েল (২০), মিজান (২০) এবং জামাল (৩৮) কে ডাকাতির প্রস্তুতিকালে জেলা ডিবির চৌকস ইন্সপেক্টর গিয়াস উদ্দিনের টিম গ্রেফতার করেন। এসময় ধৃতদের কাছ থেকে ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি ছোড়া, ০১ টি রামদা, ০১ টি ডেগারসহ দেশী অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিবির উপ-পরিদর্শক সহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭। তারিখ ০৬-০৬-১৮ ইং।

ডিবি পুলিশের হাত থেকে ওই অপরাধীদের বাঁচাতে বিতর্কীত এড. সাইদুর রহমান সাব্বির জোর তদবীর করে এবং মোটা অংকের টাকা অফার করে। কিন্তু জেলা গোয়েন্দা পুলিশের ৩নং টিমের ইন্সপেক্টর গিয়াস উদ্দিন তাতে রাজি না হয়ে ধৃত ডাকাত, ছিনতাই, চোর চক্র ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহামান্য আদালতে পাঠান। অপরাধীদের বাঁবচাতে ব্যর্থ হয়ে ওই আইনজীবী জেলা গোয়েন্দা পুলিশের অর্জিত সুনাম ক্ষুন্ন করতে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (‘ক’) অঞ্চলে ডাকাত জামালের ভাই আমানকে বাদী করে একটি মিথ্যা মামলা দায়ের করান ওই আইনজীবী। এর আগে ওই আইনজীবীর বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেসহ বিচারকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। পাশাপাশি ধৃত আসামীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। অপরাধীদের তদবীরকারী সাইফুল রহমান সাব্বিরের ডিবি পুলিশকে যে ৫ লক্ষ টাকা ঘুষ দেয়ার কথা বলে ওই অভিযোগে উল্লেখ করেছেন তার মিথ্যা বলে লিখিতভাবে জানিয়েছেন মামলার আসামী জামালের স্ত্রী শাহানাজ বেগম।

এ বিষয়ে ডিবির ইন্সঈেক্টর গিয়াস উদ্দিন বলেন, জেলাবাসীকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে টহল দিচ্চিলাম। এমন সময় গোপন খবর এলো এক দল ডাকাত ডাকাতির প্রস্তিুতি নিচ্ছে। তখন আমরা অভিযান পরিচালনা করে ৫ জন ডাকাতকে আটক করি। এরপর ওই পাকাতদেরকে ছাড়িয়ে নিতে আসেন আইনজীবী পরিচয়ে একজন। তার প্রস্তাবে রাজি না হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করাতেই জেলা ডিবির বিরুদ্ধে ওই আইনজীবী মিথ্যা অভিযোগ দায়ের করেন । যার মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com